হে ঈশ্বর আমাকে মুক্ত কর
খন্ড করে আমার মনের দ্বার
মনের অস্বচ্ছ ভাবনাকে
দাও পাল্টায়ে।
কর পরিছন্ন নির্মল মন
কর একটু আমাকে ভক্তিদান
মনের আনমনা কর দূর
নিয়ে চল অস্বচ্ছ থেকে বহুদূর
হে ঈশ্বর তুমি ত সর্বস্বর
এ মনের দুর্বল কর দূর
ভরে দাও শ্রদ্ধার সাহস
সত্যকে অনুসন্ধান করার সোপান
রেখো না দূরে
আত্ম চেতনা দাও ফিরে
এ জীবন দোয়ারে
আবার নতুন করে
নতুন সূর্য উঠুক পুব দোয়ারে
আবেগ আত্মতেজ পাব ফিরে
রাখিব তা সর্ব দিন নত শিরে
হে ঈশ্বর আমাকে
দেখাও আদর্শ চলার পথ
যে পথে করিতে পারিব সব
কিছুরে করিতে উদ্ধার।
সৎ সাহস সৎ চিন্তা
রাখ জীবিত এ মনটা
তোমার পদতলে
স্বার্থতার পুষ্প বলে
দাও আশীষ হে ঈশ্বর
মোর অস্বচ্ছ মনের
মুক্তির পথ আমাকে
দাও অসীম ধের্য্য এ জীবনে।