না না আমি মাতব না
এই মুষল ধারা বর্ষণে,
মনের মাঝে জ্বলন্ত অগ্নিবীণা
কমবে না হাল কর্ষনে।
না না আমি ভাসবো না
এই প্লাবিত বর্ষণে,
বয়ে যাবে সব অভিমান লাঞ্ছনা
বিশ্বাসী নয় এই দর্শনে।
না না আমি চলব না
এই অবিশ্বাসীর ভুবনে,
নিজেকে সাজাবো না
সমাজের দর্পনে।
না না আমি আর বইব না
ব্যর্থ পথ অকারণে,
হারিয়েছে মন এগোনোর প্রেরণা
ক্লান্ত শরীরের অযত্নে।