এক যে ছিল দুঃখীর ছেলে
জীবনটাই তার অবহেলে
শৈশবে ছিল সে পিতৃহারা
তাইত তার মা কাঁদে, দেয় না কোনো সারা।
দুঃখী আরও দুঃখী হল
সে ভাবত এই পৃথিবীতে কেনই বা এল
মায়ের দুঃখ সইতে না পেড়ে
গেল চলে মায়ের ওই আঁচল ছেড়ে।
দূর দূরান্ত, শহরের পর শহর কতই না ছোটাছুটি
অচেনা জায়গায় পেল না কোনো রোজগারের জুটি,
দিনের পর দিন রইল পড়ে অনাহারে
মনে পরে দুঃখিনী মায়ের বুকের শত হাহাকারে।