ছিল সেই মন ভরা ছেলেবেলা
হাসি খুশি আর ঘুরে বেড়া
তবুও ছিল সেই পাঠশালা
যাইবার কালে করিতাম অবহেলা।
মায়ের বকাবকিতে যাইতাম শেষে
পড়াশুনা না করে সময় উড়িয়ে দিতাম হেসে
মনে পরে পাঠশালা পলায়ন
সেই ছেলেবেলা ফিরিবে না এখন।
কত কি করেছি তখন না জেনে
এখনই বা কি করতে পারি বুঝতে পেরে
এখন আমি কত অসহায়
হয়েছি ছেলেবেলার অবহেলায়।
শুনিতে খারাপ লাগিত মায়ের বকাবকি
এখন বুঝতে পারি সেই কথার মানে কি
কষ্ট লাগিত করিতে পড়া
এখন জেনেছি পড়াশুনা না করে জীবনে চলা কড়া।