যাদের আমি করি সম্মান
তারাই করে আমার অপমান
জানি না কেন
মনে হয় যেন
তাদের কাছে ভালোটাই মন্দ
ভালোই যেন অন্য।
জানি আমি তাদের কাছে অতি নগণ্য
হতেও চায় না গণ্য
আমি যেন এক ফেলে দেওয়া পদাৰ্থ
যার নেই কোনো স্বার্থ।
এই ভুবনে তারাই ভালো
যারা অন্ধকারে ডুবে হারিয়েছে আলো
আধারে থেকে তারা ভুলেছে সব
তারা কাহারো প্রতি করে না রব।
তারা সিক্ত নয় যেন তিক্ত
তাদের হৃদয় হয়ে গেছে অতি শক্ত।
অপমান দুঃখ যেন নেই তাদের বুকে
আছে তারা সব ভুলে অতি সুখে
হতে পারিতাম যদি তাহাদের মত
তুচ্ছ মনে করিতাম দুঃখ অপমান আছে যত।
কিন্তু আমি পারি না যখন
আমাকে বিনা কারণে করে দোষারোপ
মন যেন বলে ওঠে তখন
ভাঙ সেই দোষের আরোপ।
বলিতে গেলে সেই কথা
বুঝিতে চায় না কেউ
লাগে তখন এই হৃদয়ে ব্যথা
বয়ে চলে যেন বুকে দুঃখের ঢেউ।
আমার সম্মান হয় ধুলোনিত্ব
হতে হয় মাঝে মাঝে অপমানিত।
আমার যেন থাকতে নেই কোনো সাধ
সাধ টাই যেন তাদের কাছে অপরাধ।