ইটের তলার ঘাস হয়ে বেঁচে থাকে
সময়ের সৌখিন মোজা পরা স্বপ্ন
ইতিউতি মারে আমার জং ধরা
কলমীর নিচে জড়ো হওয়া ভালোবাসা
শাপলার গন্ধ শুঁকে ফিরি দু-বেলা
ফেলে আসা সারিগাছের কাঁকর পথে।
নীল রোদের পেছনে ছুটতে ছুটতে
নীল স্বাদই শেষ ছুটি হয় জীবনের
অপূর্ণতার পেট ভরে না তবু
হয়ে উঠি যক্ষপুরীর ঠিকাদার
পাওয়া-না-পাওয়ার জের টেনে
জীবন চলে যায় অনন্ত ছুটির কোলে।