প্রায়ই বেড়িয়ে পড়ি তোমার ডাকে
ঘর ছেড়ে সুদূরের স্বাদ নিতে
তীরবর্তী বালিরাশির পথ ধরে-
তুমি কিনার বেয়ে জলপথে
চলতে চলতে কাছে আসা
আর দূরে যাওয়ার সম্মিলনে
কত কথারা নিভৃতে সাঁতার কাটে-
ঠিক তুমি নও
তোমার প্রতিচ্ছবি
এসে সঙ্গ দেয় ।
অমাবস্যার অবসানে
তোমার শুভ্রতা পেতে
অপেক্ষা বেশ লাগে-
জলের কিনারায়
তুমি চাঁদ হয়ে নিচে এলে,
সখ্যতার তামাশা সেরে
ফিরতে না চাইলেও
ফেরা
আাগামি অপেক্ষায় ।