নতুন করে
জাফর ওবায়দুল
শহরের উল্টো দিকে
ক্রমাগত মাইল ফলক পেছনে ফেলে
চলেছি
জ্যোৎস্না যেখানে অ্যান্টিবায়োটিক হয়ে
একটু বেশিই
বাড়াবাড়ি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে ।
যেখানে পাখিরা সারাদিনের
সঞ্চিত ক্লান্তির আঁশ ছড়াতে
ঘরের দরজা টেনে দিতে ভুল করেনি ।
একটু পরেই সব ঘুলঘুলি
অন্ধকার হয়ে আসবে জেনে
বিউটি পার্লারে প্রবেশ করেছে ভোর ।