মাতৃভাষা
জাফর ওবায়দুল
মাতৃভাষা বলতে যদি
লজ্জা কারো হয়
এটার চেয়ে বড় লজ্জা
আর তো কিছু নয় ।
যে ভাষাতেই বলতে শেখা
স্বপ্ন দেখাও তাই
খোশগল্পে আরাম প্রিয়
আর কি কোথাও পাই?
অন্য ভাষা রিদ্ধ ভেবে
মা-কেই করে হেলা
এমন ছেলেই বিষম বিপদ
মাতৃ ভাষার বেলা ।