শীতের ছোঁয়া পরম পাওয়া
আহ্ পাটালি গুড়ের ঘ্রাণ ,
নানান পিঠার গন্ধে মোদের
যায় জুড়ায়ে মন প্রাণ ।

শীতের ছোঁয়ায় খুশির আমেজ
আহ্ নানান ফুলের গন্ধ ,
শীত এলে তো একুশ আসে
কণ্ঠে দোলে বর্ণমালার ছন্দ।

শীতের ছোঁয়ায় বিজয় আসে
লাল সবুজের নিশান উড়ে,
বিষাদ বায়ু যায় যে উড়ে
বঙ্গ দেশে শান্তি ফিরে ।

শীতের ছোঁয়ায় তরুণ যুবার
যায় উড়ে যায় ভয়,
সঞ্চয় করে শক্তি সাহস
নরপশু দেয় তাড়িয়ে দেয় ।