শীত এসেছে শীত এসেছে
হিমেল হাওয়া নিয়ে,
রাত্রি সকাল থাকতে হয়
চাদর গায়ে দিয়ে।
শীত এসেছে ভিড় জমেছে
কিনতে শীতের জামা,
হাড় কাঁপানো হিমেল হাওয়ায়
যায় না পথে নামা।
শীত এসেছে চুলা জ্বলছে
পিঠা পুলির ধুম,
রাত্রি জেগে খাওয়া দাওয়া
নেই তো চোখে ঘুম।
শীত এসেছে মাছ ভেসেছে
শুকিয়ে ভিয়ের বিল,
নানান জাতের মাছ ধরতে
খুশিতে দোলে দিল।