এগারো-টি মাস পরে এলো রমাদান,
পাপ তাপ ক্ষমা চেয়ে করি অবসান।
হতে পারে এ জীবনের শেষ রমাদান,
মুখে মুখে বলো আজ তওবার গান।
মালিকের রাহে তুমি তুলো দুটি হাত,
অনুশোচনায় রাঙিয়ে তোল দিবা-রাত।
জ্বেলে নাও হৃদয় পটে তাকওয়ার নূর,
খোদার ইবাদাতে জীবনটা কর ভরপুর।
আল কুরআনের বাণী নিয়ে কর গবেষণা,
ইমান শক্ত হবে পাবে জীহাদের প্রেরণা।
বদর ওহুদ ভাসবে চোখে জাগবে অন্তর,
হেলালি নিশান উড়বে আবার পথ প্রান্তর।