কলি যুগের ছেলে মেয়ের              
রোগ হয়েছে চোখে,
টিভি ক্যাসেট জুড়ে দিয়ে
থাকছে মাথা ঝুকে।

খাতা কলম সামনে নিয়ে
করছে পড়ার ভান,
কানের ভিতর ঢুকিয়ে কাঠি
শুনতে থাকে গান।

মোবাইল ফোন হাতে সবার
বন্ধু ওদের কত,
দিবা রাত্রি আলাপ-বিলাপ
চলছে অবিরত।

মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে
কারো কারো মেয়ে,
পিতা মাতার অজান্তেই
হয়ে যাচ্ছে বিয়ে।

লেখা পড়ায় শুনাম অনেক
ডিগ্রী বড় বড়,
কোন বিষয় জানতে চাইলে
ভয়ে জড় সড়।

অভিভাবকগণ অসচেতন
এই সুযোগে তারা,
ষড় রিপুর কুমন্ত্রণায়
হচ্ছে মাতোয়ারা।

ওসব ছেড়ে বই খাতা ধর
প্রতিজ্ঞা কর সবে,
লেখা পড়া শিখে তোদের
মানুষ হতে হবে।

স্কুল কলেজ ভার্সিটি হতে
বাড়াও নিজের জ্ঞান,
দেশের সেবায় দশের সেবায়
করো আত্মদান ।