রক্ত ঝরে মানুষ মরে অই যে ফিলিস্তিন,
মুসলিম বিশ্ব ঘুমিয়ে আছে খেয়ে হিরোইন ।
করছে না কেউ প্রতিবাদ,
হাঁসছে তাই তো শুয়োর জাত।
কিন্তু কেন ?
কেউ কি জানো ?
অত্যাচারির অত্যাচারে খুন খারাবি যাচ্ছে বেড়ে,
আলোর হেলাল বন্দি হয়ে তার প্রাণের-ই সমির ঝরে।
করছে তারা ফরিয়াদ,
অত্যাচারির কাটতে হাত।
কে দেয় হানা ?
বলতে মানা ?
রক্ত ঘামের চিঠি পাঠায় তুর্কি-ইরান
বলছে তারা করিস না ভাই ঘ্যাঙর ঘ্যাঙ
মারছে ওরা মরছি মোরা,
হচ্ছি আরো বাস্তু হারা ।
নাই কি আইন ?
হয় কি ফাইন ?