তোমার মধ্যে ভেঙে পড়ে কেউ একজন,
অচেনা অরণ্যে পথ হারানোর নিঃশব্দ অভিনয়ে।
স্বপ্নগুলো যেন মলিন চাঁদের ফিকে আলো,
মেঘের ফাঁক গলে ছুটে যায় একাকী ধুমকেতু।

তার চোখের গভীরে রঙিন গল্পের পাতা,
যেখানে শব্দ আর স্বপ্ন খুনসুটি করে নীলপদ্মের মতো।
কথারা থেমে যায় ঠিকই, তবু হাওয়াগুলো ছুটে চলে,
তোমার ভেতরে রেখে যায় ভাঙনের তীব্র যন্ত্রণা।

অযুত-নিযুত স্বপ্ন সারথীরা উদভ্রান্ত,
অট্টহাসিতে লাফিয়ে পড়ে ব্ল্যাকহোলের অসীম ঘনত্ত্বে
এক আশ্চর্য, নীরব মৃত্যু।
দ্বিতীয় মৃত্যুর অপেক্ষায় ভাঙনের প্রতিটি টুকরো।  

তাই, ভেঙে পড়ো, আরও গভীরে যাও,
তোমার মাঝেই বাঁচি আমি—আমার মাঝে তুমি।