আমি আর লড়তে পারি না,
কারণ আমি ভুলে গেছি কেন লড়াই শুরু করেছিলাম,
হাজারো পথের সন্ধিক্ষণে দাঁড়িয়ে,
আমি ভুলে গেছি কেনই বা এই পথে নেমেছিলাম।
সত্যের মুখোমুখি আমি আর তুমি দাঁড়িয়ে,
কে ভুল ছিলাম, সেই প্রশ্ন আজ অবান্তর,
কারণ সত্য আজ ক্ষূধার্ত, ক্ষতবিক্ষত,
আমি ভুলে গেছি কেনইবা দাঁড়িয়েছিলাম তোমার সামনে।
তর্কের প্রাচীর তুলে কতবার ভেবেছি,
ভালোবাসার সন্ধানেই তো ছিল এই পথচলা,
কিন্তু আজ সেই ভালোবাসাই যেন বিকৃত,
আলোকিত আলিঙ্গন হারিয়ে গেছে অন্ধকারে।
প্রতিটি শিশির-ভোর চেয়েছিলাম তোমার পাশে,
স্বচ্ছ সেই আলোয় হাতে হাত রেখে হাঁটতে,
দিগন্তজোড়া পায়চারি আমায় মনে করিয়ে দেয়,
কেন আমাদের ভালোবাসাটা ছিল এত জরুরি।
তোমার সামনে দাঁড়িয়ে আজ মনে হয়,
এই লড়াইয়ে আর কতবার মধ্যাহ্ন সূর্য বিবর্ণ হবে?
যেখানে শূন্যতা চোখের পাতায় নিজের আসন গেঁথেছে,
ভালোবাসা আর অভিমানের সব রং জমাট বেঁধে কাজল হয়ে গেছে।
তোমার চোখের গভীরে ডুবেছিলাম একদিন,
সেই স্বপ্নগুলো এখন কেবলই মনের কুঠিরে রাখা স্মৃতি,
এই পথের শেষে তুমি নেই,
ভুলে যাই, কেনই বা শুরু করেছিলাম এই পথচলা।
নাহ, আর যাবো না কোথাও,
এখানে আমাদের দাঁড়িয়ে থাকায় ফাগুন আসুক আরেকবার,
নাহ , আর কোনো দরজায় কড়া নাড়বো না,
নতুন করে ভুলে যেতে চাই না, কেন ভালোবেসেছিলাম একে অপরকে।