মনে রেখো একটি কথা
নিজেকে নিজেই বলি-
শয়তানের ধোঁকায় যেন
নিজেকে না ফেলি ;
শয়তান চায় আমরা যেন
পাপের মাঝে থাকি
গুনাহ মাফের জন্য যেন
আল্লাহকে না ডাকি ;
রব দিলেন শত সুযোগ -
নিষ্পাপ হয়ে থাকার
অযু নামাযে সেই সুযোগ
পাপকে ঝরাবার ;
পাঁচ বার করলে স্নান
দেহে কি ময়লা থাকে?
পাঁচ বেলা নামাজ তেমন
দিল পরিষ্কার রাখে।
করতে আদায় সালাত মোরা
ওযু যখন করি-
জলের সাথে পাপ গুলো
নিমিষে যায় ঝরি ;
নাফসের টানে যদি মোরা
করে ফেলি পাপ,
ভুলি না যেন চোখের জলে -
চেয়ে নিতে মাফ ;
একটি মন্দ কর্মের বদলে করি
চারটি ভাল কাজ -
ভালোর ভিড়ে মন্দ গুলোর
হারিয়ে যাবে ঝাঁজ;
শয়তান ভয় পাবে তোমায়
নিবে না আর পিছু,
মাটির আদমের কাছে
অগ্নির শয়তান নীচু ///