আমার মনে হয়, আমরা সবাই একজন পর্যবেক্ষক ;
আমাদের জীবন কাল----
আমাদের চোখের সামনে ঘটে যাওয়া হাজারো ঘটনা,
আমাদের নিজদের পাওয়া সুখ-দু:খ আন্ন্দ বেদনা--
অন্তরে লুকায়িত শত কষ্ট,
চার দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো মজাদার চরিত্র -
একেক জনের প্রকাশনা ধরণএকেক রকম;
নজরুল, রবীন্দ্রনাথ,মাইকেল, শরৎ বাবু লিখে গেছেন তার সময়ের কথা--
আমরা এ যুগে জন্মেও জানছি
কেমন ছিল সেই সময় --
আমরা লিখব আমাদের সময়ের ;
আমাদের যার যার অভিজ্ঞতা একেক রকম-
কারো সাথে কারোরইতো হয়ত
মিল না হবারই কথা ---
কত মজাদার চরিত্র গুলো কল্পনার মানসসরোবরে
ঘুরে বেড়ায় ---
শৈশব থেকে যৌবনে হারিয়ে যাওয়া কত মানুষ ;
সেল ফোনের নাম্বারের মতো
সবার প্রকাশ ভংগীর বৈচিত্রময়তা -
হয়তো তাদের মতো অপরূপ হবেনা আমাদের
প্রকাশ, তারপরেও আমরা
আমাদের যুগের পর্যবেক্ষক ।।।।।