জীবন থেকে একটি বছর
হারিয়ে গেল আজ
কতটুকুই বা খোদার রাহে
করলাম ভাল কাজ??
হয়নি নামাজ, হয়নি রোজা
হয়নি খোদার পথে দান
বছর জুড়ে গেয়েছি শুধু
দুনিয়াদারির গান।
টাকার মাঝে সুখ খুঁজেছি
টাকাই যেন প্রাণ,
টাকাই যেন মধ্যমনি
টাকাই সমাধান।।।
সব কিছুর মালীক খোদা
তোমায় ভুলে গেলাম,
তোমার সেই আলোর পথে
চলতে নাহি পারলাম।
দ্বীন থেকে দুনিয়া মোদের
বড় হয়ে গেলো
তার ফল স্বরূপ পেরেশানি
আষ্ট্রেপৃষ্টে বাঁধল।
আল্লাহর পথ ছাড়া কি
শান্তি আসতে পারে?
শয়তানের তো প্ররোচনা
হ্যাঁ পারে হ্যাঁ পারে।
আমাদের নাফছ সদাই থাকে
দুনিয়া পাবার আশায়,
ক্ষণস্থায়ী সুখ কে পেয়ে
আনন্দে গা ভাসায়।
নাফছ কে খুশি করতে গিয়ে
আত্মা করি ধ্বংশ,
আত্মা যে সে চির অমর
পরকালের অংশ।
নতুন বছরে নতুন শপথ
খোদার পথে চলার
শয়তান আর তার সংগীদের
মূর্দাবাদ বলার।
নতুন বছরে আমলনামা
ভরে উঠুক পূন্যে,
হিংসে দ্বেষ আর পাপের কোঠা
ভরে যাক শুন্যে।
মা-বাবার আশীর্বাদে
ভরে উঠুক জীবন,
খোদার পথে চলব মোরা
এই করি পণ।।
০১/০১/২০১৭ রাত ০১:০৫