হে মুসাফির---
যা কিছু কৃষ্ণবলয়ের, যাতনার, বেদনার- উপলক্ষ্য,ক্লেষ,দু:খ-ঝরা, যন্ত্রণা, পীড়ন---
না কারো জন্য নয়, না কখনই নয়---
সে যে তব
অর্জিত কার্য-প্রতিদান শত অযত নিযুত---
পরিষ্কার এসেছিল সম্মুখে তোমার সেই সাবধান বানী,
যা এসেছিল তোমার বন্ধুর পরম পরিচর্যা, মমতা মাখানো দ্বীনের বাণীতে ----
কতটুকুই বা মেনেছ বল???
অহে মুসাফির---
পদস্খলন ঘটলেই বিপত্তি, যা জেনে শুনেই আত্মহনন - নিজেকে প্রগাঢ় ঘন কৃষ্ণ গহবরে ঠেলে দেয়া -----
কে তুমার ত্রাতা অহে মুসাফির????
অমানিশার নিকষ কালো মহাজাগতিক ঘুটঘুটে অন্ধকার,
দৃষ্টি নিক্ষেপ কর-----
ডানে বামে সামনে -পেছনে, উপর নীচে, দূরে কাছে অথবা বহূ দূরে অযুত নিযুত মাইল বা সহস্র আলোক বর্ষ পরে--
চেয়ে দেখ কোন সম্ভাবনার আলো দেখতে পাও কিনা ------
আমি জানি পাবে তুমি পাবে----দেখিবে,
অন্ধকার ঝরা, ক্লেষ সে যে চির জনমের নয় -
হয়তো সে আলো ক্ষীন কিন্ত,
আস্তে আস্তে হবেই তার রবির শত জনমের প্রতীক্ষার উদয়।।।।।