বানাইয়া তোমাকে সিঁড়ি -
না হইয়া গেল কেহ কিছু বড়,
মরিয়া গেলেও তোমা-দ্বারা
না হয় যেন ক্ষতি কারো;
রাসুলের শিক্ষা ভুলিওনা কভু
মঙ্গল কামনাই যে দ্বীন হয়,
খোদার দয়া থাকিলে সাথে
নাহি দু-জাহানে কোনই ভয় ;
দুনিয়ায় দু-পয়সার মালিক হওয়া যে
আসল সফলতা নয়,
মুসলিম হইয়া যে মরিতে পারিয়াছে
সেই তো আসল সফল হয় ;
দেখিয়া মিছে মরিচিকা খাইওনাকো ধোঁকা
সে মাত্রতো কয়টা দিনের ;
হীরে ফেলে কাঁচ তুলিও না কভু
হইও না সাথী দ্বীন-হীনের ;
দুনিয়ার জীবন সে তো পরীক্ষাগার
হইয়া যাক না কিছু কম -বেশী
পরকাল যেন হয় না বরবাদ
ডাকিও প্রভুকে অহর্নিশী ।।।