অনন্ত কালের তুলনায়
সময় বড় অল্প-
এভাবেই শেষ হবে
জীবনের গল্প ;

কি পেলাম?  কি পেলাম না?
তা বড় নয়---
সত্যের পথে যেন
থাকি সব সময় ;
ধন-দৌলত----
ঐশ্বর্য, হোক না বড় স্বল্প।

এভাবেই শেষ হবে
জীবনের গল্প।

যা পাই তা নিয়ে
সন্তুষ্ট রইব---
না পাওয়ার বেদনাকে
দূরে ঠেলে রাখব --
বিপদে ধৈর্য ধরবার
করলাম সংকল্প ---

আর এভাবেই শেষ
হবে জীবনের গল্প।

স্বর্গ্য থেকে আসিয়াছি
তাহাই আসল ঘর,
নীচে তার বয়ে চলেছে---
শ্বেতশুভ্র নহর,
তার তুলনায় দুনিয়াটা
সুন্দর বড় অল্প।

এভাবেই শেষ হবে
জীবনের গল্প।

অনন্ত কালের তুলনায়
সময় বড় অল্প
এভাবেই শেষ হবে
জীবনের গল্প --
এভাবেই শেষ হবে
জীবনের গল্প।।