অহে মানব সন্তান এ কেমন জীবন বেঁচে নিয়েছ তুমি?
নেশায় বুঁদ হয়ে পড়ে থাক সারাক্ষন রেল ষ্টেশনের সিঁড়ীর অপাশটায়---
তুমি কি জান তোমার পরিচয়? হে আদম সন্তান-
তুমি কি ভুলে গেছ তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ করে বানানো হয়েছিল?
তুমি কি ভুলে গেলে তোমার আসল রাজত্বের কথা?
তুমিকি ভুলে গেলে মহান স্রষ্টা কাকে প্রতিনিধি বানিয়ে পাঠালেন এ ধরায় ?
মাত্র কয়েকটি দিনের জন্য আর আজ--
তুমি সব ভুলে গেলে
ঘর সংসার, খাওয়া দাওয়া, স্নান সামাজিকতা সব ভুলে পড়ে রয়েছ নেশায় আচ্ছন্ন হয়ে --
এলকোহলের তীব্র ঝাঁজ মাখানো তরলে তুমি সার তোমার নাস্তা, লাঞ্চ, অথবা ডিনার,
তামাক আর গাঁজার নোংরা বিষাক্ত ধোঁয়ার মধ্যে রঙিন পৃথিবী খোঁজে ফের ---
অথচ, তুমিই সেই আদমের সন্তান তুমিই তো সৃষ্টির শ্রেষ্ঠ, না তা শুধু জ্ঞানের জন্য বলছিনে -
তুমি যখন তোমার নাফসকে রুপান্তরিত করো
নাফসে মুতমাইন্নায় -
হয়ে যাও তখন ফেরেস্তা থেকেও মহান তা তো সহজ নয় আদমের জন্য---
ফেরেস্তা মন্দ কিছুকে ধারণ করতে শিখেনি হয়তো তাই ---
আর তোমার ভেতর চলতে তাকে ভালো আর মন্দের লড়াই অনবরত --
যে করতে পারে মন্দকে পরাজিত সেই তো মুত্তাকি, পরহেজগার, মুমিন - যাই বলো তুমি --
কিভাবে তুমি নিজেকে এত তুচ্ছ ভাবছ? তোমার জন্যই তো এই নিখিল ভূবন আর কত জীব, উদ্ভিদ, ফুল, তৃণ-গুল্ম ---
ভুলে গেলে তোমার পুর্ব পুরুষ কে মালাইকাদের সেজদার কথা---
উঠো হে মানব জেগে উঠো, পবিত্রতা অর্জন করো,
আকঁড়ে ধরো সে দুইটি কিতাব, যা তোমাকে --
এগিয়ে নিয়ে যাবে সেই আলোকিত পথের দিশায়, যেথায় নেই দু:খ, নেই ঝরা, নেই ক্লেশ --
সেথায় শুধুই তোমার রব আর তার চির-শান্তিকেই খোঁজে পাবে।।।।
৩১/০৫/২০১৭