চুরিকে চুরিই বলো
হারাম কে হারাম
হারাম দিয়ে লক্ষ যুগেও
পাবেনা আরাম ;
মানুষ যেমন, দেশ তেমন
সবার বেলায়ই তা খাটে,
হারাম না ছাড়িলে
আশান্তি তো ঘটে ;
চুরি, ঘোষ, দূর্নীতি সব
যেই দেশে আছে,
আর যাই হোক উন্নতির মান
পড়ে রইবে পিছে ;
চুরি তো চুরিই
অল্প হোক বা বেশী,
পরাবেই তো একদিন
জাতির গলায় ফাঁশী ;
আমলা বলো, মন্ত্রী বলো
যেদিন হবেন নেক,
স্বর্গীয় এক শাষন জাতির
জাগাবে বিবেক।।।