রোজগার তুমি করতে পার
লক্ষ হাজার দিনার,
একবার ভেবেছ কি
কত টুকুই বা তোমার???
খাচ্ছ যাহা পরছ যাহা
সেটিই ছিল তোমার-
আর তো সব রয়ে যাবে
কিছুই নাহি করার ;
যদি, করতে পার অবশিষ্ট -
খোদার রাহে দান,
তাইলে তোমার পরকালে
বাঁচতে পারে প্রাণ ;
দরকার কি অসৎ পথে
এত্ত এত্ত টাকার ??
সঠিক পথে হোক না অল্প
সুন্দর ভাবে চলার।
এই টাকার জন্য দেখি মানুষে
কতই ছল-ছাতুরী করে-
সব কিছুই থেকে যায় তার
সে যায় কব্বরে।
চুরি করে, ডাকাতি করে
করে আত্মসাৎ -
সরল মানুষদের ঠগায়
পেটে মারে লাথ।
চালাক ধুরন্দর ওরা
হিংস্র ওদের মন-
সাপ হয়ে কামড়াবে একদিন,
ওদের আছে যত ধন।