লোভ নামক প্রচন্ড এক বিমারকে
ভেনিশ করতে পেরেছ তো অনেক বাঁচা বেঁচে গেছ তুমি ---
মানুষরূপী শয়তান গুলো তারই অবলম্বনে তোমাকে ফাঁসায় --
তার পর একদিন তার সকল কার্য়্য সম্পাদন করে
তার আখের ঘুচিয়ে নিয়ে --
তোমাকে শুন্য - নিষ্প্রাণ করে
কেঁটে পড়ে সে -----------
তুমি হয়তো গোঁধুলি বেলায় দাঁড়িয়ে ভাব হায় !!!
একি করলাম ??, জেনে শুনে শয়তানকে
করে দিলাম সহজ পথ //
ততক্ষনে শয়তান হয়তো বেঁচে নিয়েছে
নতুন কোন শিকার ;;
তুমি কেন ভূল করবে?
কেন সেই মরীচিকাময় বন্ধুর পথে হাঁটবে?
রাসুল কি তোমাকে করেন নিকো সাবধান??
কাম, ক্রোধ, লোভ অহংকারকে তুমি
করবে পরাজিত ------
শয়তান আর তার দোসররা তোমার কাছে আসার তো প্রশ্নই নেই!!!!
বরংচ তোমার গাঁয়েই আসার সাহস পাবে না।
আত্মাকে করো ক্রমাগত শুদ্ধ -
লড়াই করে যাও ষড় রিপুর ভয়ংকরী সেই সৈন্য গুলোর সাথে অবিরত,,
তবেই তুমি খোঁজে পাবে আলোর পথ
আর -------
আলোর পথে নেই কোন কালো
সেটি কিন্ত, মনে রেখ।। ১৫-০৫-২০১৭