ধুমপান, শিশা,তাবাক
কেন মাকরুহ হবে?
প্রচন্ড এক নেশা -
এর নেশা শরাব থেকে কম কি?
দেখেছি অনেক মানুষ -
ছাড়তে পেরেছে মদ, কিন্ত,
ধুমপানের প্রবল টান তাকে
বিরতি দিয়ে কাছে ডেকেছে ;
নিকোটিনের পরম আকর্ষন
পাগল করেছে তাকে-
ব্রংকাইটিস, কর্কট এর মতো কঠিন রোগ জেনেও
চালিয়েই যাচ্ছে -
যেন স্লো পয়জন গিলে
ধীরে ধীরে মৃত্যুর ছোঁয়ায় আসা -
ধুম্রের টানে শত শত বিষাক্ত তীরের
এক সাথে আঘাত
খন্ড বিখন্ড রক্তাভ রংগীন পলমন -
লক্ষ নিযুত কারবন মনোক্সাইডের অনু
বিষিয়ে তুলে শরীর -
কঠিন নিকোটিন থেকে খুব কম লোকোই তো
মুক্তি পায় --
শয়তানের কি অদ্ভদ সৃষ্টি
মানবকে ধ্বংশ করতে।।।।।
-