খিদের জ্বালায় এক ছিঁচকে চোর
অন্ধকার রাতে ,
তেল মেখে গায়ে, সিঁধ কেটে ঢোকে
রান্না ঘরে খেতে ।
ভাত মনে করে হাঁড়ির ভিতর
যেই না দিল হাত ,
শিং মাছের কাঁটার খোঁচায়
অমনি কুপোকাত ।
শব্দ শুনে দেখতে এসে
একজন জাপটে ধরে ,
গায়েতে তেল মাখানো থাকায়
ফসকালো সড়াত করে ।
ভাত খাওয়া তার সাঙ্গ হলো
ব্যথায় ফুলেছে হাত ,
এমনি ভাবে উপাস থেকে
কাটিয়ে দিল রাত ।
ভাবছে এ ভাবে চুরি করার
আদৌ কি আছে দরকার ?
জীবন বাঁচাতে এখন থেকে সে
শ্রম বেচে করবে রোজগার ।