পাখিদের বাসায় ছিল
ছোট্ট দু'টি ছানা ,
ছোট্ট বলে তাদের মা
উড়তে করেছে মানা ।
মা গেল যেই বাহিরে, তাদের
খাবার যোগারের খোঁজে ,
অমনি তারা উড়তে গেল
দারুণ সুযোগ বুঝে ।
নিষেধ না মানায়, একটি ছানা
পড়লো সোজা নিচে ।
আঘাত পেয়েও এ যাত্রায়
প্রাণে গেল বেঁচে ।
বিপদে পড়ে বুঝতে পারলো
এখন সে যে ,বড় অসহায় ।
মৃত্যু এবার হাতছানি দেয়
বাঁচার বুঝি আর নেই উপায় !
ফিরে যেতে এবার, মন চায় তার
স্নেহময়ী নিজ মায়ের কাছে ।
হবেনাযে ভুল জীবনে আর ,
যতদিন দেহে প্রাণ তার আছে ।
খোকা বাবু দেখে , পড়ে থাকা ছানা
তুলে দিল ঐ পাখির বাসায় ।
চিঁ চিঁ ডেকে , ডানা নেড়ে নেড়ে
প্রণ ভরে ওরা কৃতজ্ঞতা জানায় ।
কিচির মিচির পাখির ডাকে
খোকার মনেও জাগে আনন্দ ,
পাখিদের বাসায় আবার যেন
ফিরে এল সেই আগের ছন্দ ।
পাখিদের মাঝে আনন্দ দেখে
খোকার মনও উঠলো ভরে ,
ভাল একটি কাজ করতে পেরে
খুশিমনে ফিরে যাচ্ছে ঘরে ।