খাঁচাতে বন্দি আছে
কালো এক ময়না ,
শিস দেয়, কথা কয়
কভু ছাড়া পায় না ।
কখনো বা অট্টহাসিতে
মতিয়ে সে তোলে ,
পিছনের নিঃসঙ্গতার ব্যথাটা
সবাই যে থাকে ভুলে ।
প্রতি নিয়ত কথা বলে
আনন্দ সে বিলায় ,
তাকে ভাবার কেউ নেই
সে যে বড় অসহায় ।
ভোগ বিলাসের কমতি নেই
পরাধীন এ জীবনে ,
বন্দি জীবনের যণ্ত্রণার বিষে
কাঁদে মন ক্ষণে ক্ষণে ।
গভীর রজনীতে একাকী খাঁচায়
নীরবেই কেঁদে চলে ,
ভাবে , উড়ে যেত নীলাকাশে
যদি দৈবাৎ , খাঁচাটি যেত খুলে ।
রাত যায় ভোর হয়
মুক্তি মেলেনাতো তবু ,
একাকিত্তের যে কি জ্বালা
বুঝলোনাতো কেউ কভু !