বর্ষার বিদায়ের পর সজীব পরিবেশে ,
শরৎ এর আগমন হ'লো অবশেষে ।
কাশফুল দুলে দুলে স্বাগত তারে জানায়,
কৃষকেরা ব্যস্ত মাঠেতে ফসল বোনায়।
তুলতুলে সাদা মেঘে ছেয়ে আছে নিলাকাশ,
বাণ শেষে প্রাণে জাগে বেঁচে থাকার আশ্বাস।
কৃষকেরা শ্রম দেয় বাংলার মাঠে ঘাটে ,
ক্ষতিটা পুষিয়ে যাতে দু'মুঠো অন্ন জোটে ।
দোয়া মাগে হাত তুলে আল্লাহর দরগায় ,
যা হবার হয়েছে বাণে, খরাতে আবার না পায়!
শরৎ এর পরিশ্রমে , হেমন্তে তুলবে ফসল ,
এ ভরসায় করে শ্রম বাহুতে দিয়ে বল ।
ঋণ নিয়ে কৃষকেরা দিন গোনে ফসলের ,
বুক কাঁপে দুরু দুরু হয় যদি হেরফের !