ঈদ এল "খুশীর বার্তা নিয়ে "
প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে,
জানিনা তা' আদৌ পৌঁছাতে পেরেছে কিনা !
প্রতিটি ঘরের দ্বার প্রান্তে ।
ঘটা করে কোরবানী উদযাপিত হয়,
তবে নিজের পষুত্ত্বটার কোরবানী হয় না ।
নিজের ভণ্ডামি নিজে বুঝতে পেরেও,
তবুও নিজের প্র্রতি জন্মেনাতো কোন ঘৃণা ।
লোক দেখানো পশু কোরবানী করে
জানা হয়নাতো এর পিছের ঘটনা ,
শয়তান সদা প্ররোচিত করে,
খুঁজে ফেরা হয় তাই নানা বাহানা ।
ত্যাগে না হয়ে , আজি ভোগে পরিপূর্ণ
কোরবানী ঈদের এই আনন্দ ,
তাইতো এ সমাজে এত প্রাচুর্যের মাঝেও
কোথায় যেন হারিয়ে ফেলে তার ছন্দ !
প্রিয় জিনিষ ত্যাগে অভ্যস্ত হ'লে
ভোগের স্পৃহা যাবে কমে ,
সকলের মাঝে আছে যে পশুত্ত্ব শক্তি
ক্রমান্বয়ে আসিবে তা' দমে ।
যেদিন এ পৃথিবীতে সবে, ভোগে নয়
ত্যাগে খুঁজিবে পরম প্রাপ্তি ,
পৃথিবী হইতে হয়তো লইবে বিদায়
হানাহানি ও অশান্তি ।