ছোট্ট অঝর মা-মণি
বাবা ময়ের চোখের মণি।
এখন সে আর আগের মত
একেবারে ছোট্ট নয় ,
মিষ্টি মধুর ব্যবহারে
সবা'রে করেছে জয় ।
চোখে মুখে তার দৃপ্তি জ্বলে ,
মজার মজার কথা বলে ।
সব কিছুতেই জানার ইচ্ছে
তাই প্রশ্ন করে বেশী ,
প্রশ্ন বাণে কেউ জড়িয়ে গেলে
তার উপচে পরে হাসি ।
সদা চঞ্চল যেন পপ্রজাপতি ,
প্রতিহত করা যায়না সে গতি।
প্রশ্নকরে কাউকে ব্যতিব্যস্ত করা
এখন এটা তার এক খেলা,
নাওয়া খাওয়াও তখন ভুলে যেয়ে
কাটিয়ে দেবে সারা বেলা ।
হাসি খুশি ভরা ঐ মুখ খানি ,
কখনো যেন না লাগে দুঃখের গ্লানি ।
সবার কাছে চাইছি দোয়া
ও যেন অনেক বড় হয়ে,
দেশের দশের কাজ করে নিজে
আনতে পারে সুনাম বয়ে ।