ভিখেরীর ঘরে জন্ম নিয়েছে
যে নিষ্পাপ খুকু-খোকা ,
অযত্নে অবহেলায় উঠিছে বেড়ে
যেন আস্তাকুড়ের সব পোকা ।
শিক্ষার আলো পাবেনাকো তারা
পাবেনাতো পুষ্টি কোনদিন ,
রোগে শোকে হেথা, ধুকে ধুকে যবে
হবে যে একদিন ,ঠিকই বিলীন ।
কোন পাপে তাদের এমনটি হোল
কেনইবা সইছে যন্ত্রণা !
কেউকি একটু দেখেছে ভেবে
কিসে পাবে তারা সান্ত্বনা ?
ধনী - দরীদ্র আল্লাহর শৃষ্টি
দু'জনেরই পরীক্ষার তরে ,
দেখিবেন তিনি, কে কতটুকু
শুকরিয়া আদায় করে ।
ধনে সুখ নয়, সুখ থাকে অন্তরে
সৎ পথে খুঁজে নিতে হয় ,
ভোগের চেয়ে ত্যাগে সুখ বেশী
চেষ্টাতে তা' হবে জয় ।
কোটি টাকার ঘরে ঘুম নেই চোখে ।
সুখ হারিয়ে, মুখে নেই হাসি ।
আধপেটা খেয়ে সুখেতে ঘুমায়
পাশের ঐ বস্তিবাসি ।
গরীবের হক ধনীদের কাছে আছে
বন্টণের দায় তাই ধনী মানুষের,
যথা নিয়মে তা' পালিত হ'লে
পৃথিবীটা তখন হ'বে যে স্বর্গের ।
ধন যার বেশী, দায় তার বেশী
পরকালে হিসাব হ'বে চুলচেরা ,
পৃথিবীতে যাদের সম্পদ নেই
হিসাব সহজ হওয়ায়, খাবেনাতো ধরা।
দু'দিনের এই পৃথিবীর জন্যে
অনন্তকাল যদি হয় হাতছাড়া ,
ঝুকিটা কেবলই ধনীদের তরে
এখানে সোভাগ্যবান, দরীদ্র যারা ।
আল্লাহর পৃথিবীতে বঞ্চিত হয়ে যারা
রইল অসহায় যাদের দোষে,
তাদের ক্ষমা করিবেনকি তিনি
রোজ কেয়ামতের বিচার দিবসে ?
ধনের পিছু তাই, ছুটাছুটি না করে
ধনের ব্যবহার চাই সঠিক ভাবে ,
আল্লাহর বিধান মতে ব্যয় যদি করা হয়
পরকালে নিশ্চিত পার পেয়ে যাবে ।