লেখাপড়া করে নাকি
বড় হ'তে হয় ,
এ কথা মনেতে এখন
জাগায় সংশয় ।
চারিদিকে ছড়িয়ে আছে
বাটপারের বহু দল,
সমীহ পায় তারা
দেখিয়ে বাহু বল।
বড় বড় বুলি আর
অস্ত্রের ঝংকার,
"এ পথ"ই হয়েছে সহজ
উপরেতে উঠবার ।
পড়াশুনা করে কারো
সমাদর পাওয়া দায় ,
গুণীর কদর এখন
নেই যে এ ধরায় ।
বাহু বল , দল বল
অস্ত্রের ঝংকার ,
এনে দেয় সবকিছু
যা কিছু আছে পাবার ।
এ সকল দেখে কি কারো
পড়াশুনায় মন বসে !
এমনটি চলতে দিলে
কি জানি কি, হয় শেষে !
দেশকে বাঁচাতে হলে
এখনই এর প্রতিকার চাই,
নতুবা এ রাহু থেকে
কারোর যে আর নিস্তার নাই ।