দিনমান ধরে ,
       ফেরিওয়ালা ফেরি করে
        অলি-গলি ঘুরে ।

          হয়ে যায় ক্লান্ত ,
          পা দু'টো চলে না আর
          একে বারেই শ্রান্ত।


           জোটে যৎসামান্য,
            তাই দিয়ে পরিজনে
            খেয়ে হয় ধন্য ।  

          অল্পতেই খুশি,
          দু'মুঠো খেতে পেলেই
          ফোটে মুখে হাসি।

           ছোট্ট চাওয়া পাওয়া,
           এ টুকু পেতেই তাদের
            খেতে হয় ধাওয়া ।

           বলি অবশেষে,
           ঘৃণা নয় , ঠাঁই দাও
            তাদের ভালবেসে ।