সে দিন বিকেলে, পথ হেটে চলিতে
দেখি এক পথকলি ,
আনমনে একাকি, খেলিতেছে সে
পথের নুড়ি হাতে তুলি ।
লক্ষ্য তার লাইট পোষ্টে আঘাত
লক্ষ্য ভেদ হওয়া চাই,
প্রতিটি নিক্ষেপই একেবারে নিখুত
টুং-টাং শব্দ তাই পাই ।
মন বলে এ পথকলিকে কখনো
সুযোগ যদি দেওয়া যেত,
হয়তো পৃথিবীর নামি "বলার" হয়ে
এ বাংলার সুনাম কুড়াতো ।
এমনি ভাবে সুযোগের অভাবে
কত প্রতিভা মুকুলেই ঝড়ে যায়,
আছে কি কেউ ? এদের খুঁজে পেতে,
যে নেবে দায়িত্ব সেচ্ছায় !