জল ভরা মেঘ ভাসে
বর্ষার আকাশে ,
হঠাৎ ছড়াবে বৃষ্টি
দমকা বাতসে ।
জল পেয়ে খিল খিল
প্রকৃতিটা হাসছে ,
চারিদিকে সবুজেরা
ডালে ডালে নাচছে ।
চালতা, বকুল, কদম
গাছে দোল খাচ্ছে,
কামিনির সুবাসও সেথা
বাতাসে ছড়াচ্ছে ।
জলে ভেজা সোঁধা ঘ্রাণ
মনটাকে ছুঁয়ে যায়,
প্রকৃতিটা জেগে উঠে
ছুঁয়ে দিলে বর্ষায় ।