পণ্যের মত বিক্রয় যদি
শিক্ষা ব্যবস্হায় চালু হয়,
রসাতলে যেতে দেশের
কিইবা বল বাকি রয় !
মানুষ গড়ার কারিগরেরা যদি
আত্ম চিন্তায় থাকে বিভোর,
"উজ্জ্বল ভবিষ্যৎ" অনুজ্জ্বল হয়ে
সূচনা লগ্নেই হবে তা কবর ।
এমন ব্যবস্হা থাকা দরকার
শিক্ষক যেথা পাবে মর্যাদা,
তাঁদের হাতেই উঠবে গড়ে
দেশের সুনাগরিক সর্বদা ।