ইলশে গুড়ি বৃষ্টি পড়ে
জেলেরা গেছে নদীতে,
বৃ্ষ্টি ভিজে ধরছে ইলিশ
বেজাই রকম ফুর্তিতে।
ইলিশ বেচে করবে সদাই
যা লাগে নিজ সংসারে,
পরিবার তার পথ চেয়ে রয়
কখন সবাই ফিরবে ঘরে।
ইলিশের ঝাঁক পড়লে ধরা
নৌকা যদি যায় ভরে !
পদ্মা তীরের জেলে পাড়ায়
আনন্দ নামে প্রতি ঘরে।
এখন তো আর সে দিন নেই
জাল ফেললেই মাছে যাবে ভরে!
কোন কোন দিন জেলেরা ফেরে
হাতে গনা কিছু মাছ ধরে ।
অভাবে পড়ে জাটকা ধরে
না বুঝেই যে হয়েছে দুষি,
মাছের ভরা মৌসুমেও তাই
জেলেদের মুখে নেই হাসি ।
হতাশ হবার নেই কিছু
সচেতন তাদের করা গেলে,
আবারো মুখে ফুটবে হাসি
আগের মত জাল ফেলে।