এটা খাবেনা, ওটা খাবেনা,
কি খাবে? সেটা সেও জানে না ।
সাত সকালে ঘ্যানর ঘ্যানর
খোকা জুড়েছে নাঁকি কান্না ।
বেলা যতই বেড়ে চলেছে
কান্নাও যেন বাড়ছে তাতে ,
কিছুই তার মুখে রোচে না
যা ছিল সবই রয়েছে পাতে ।
খাবারই যদি না খাবে খোকা
কেমনে হবে তার দেহে বল !
বল-বুদ্ধি দু'টোই হারিয়ে
' অসুস্হ 'টাই হবে সম্বল।
খাবার জিনিস সব খেতে হয়
পুষ্টি গুন তার দেখে দেখেে ,
তবেই না শরীর থাকবে ভাল
রোগ-বালাইকে দূরে রেখে ।
সুস্হ থেকে বড় হ'তে হ'লে
খাবারে আর অনিহা নয়,
একটু বুদ্ধি খাটালেই সবাই
'অনিহা' কে করতে পারবে জয় ।
খাবারে একটু বৈচিত্র আনলেই
সব শিশুই তা' লুফে নেবে ,
এ কাজটি করতে পারলেই
তৃপ্তিতে তখন সবাই খাবে ।