বর্ষায় পানি পেয়ে
নদী গুলো ছুটছে ,
ঝুপ-ঝাপ পাড় গুলো
ভেঙে ভেঙে পড়ছে ।
কত গ্রাম জনপথ
গ্রাস হলো নদী বুকে ,
কত জন নিঃস্ব হলো
নেই খোঁজ সে দিকে ।
এক দিন সব ছিল
আজ তারা ভিখারী ,
ভাঙনে নিঃস্ব হয়ে
নেই হাতে কাঁনা কড়ি।
যে নদী উন্নতির সোপান
সেই হয় অভিশাপ ,
কারো সে অন্ন দাতা
কারো জন্য পরিতাপ ।
বর্ষায় নদী গুলোর
ভাঙা গড়ার খেলা চলে,
এ খেলায় প্রতি বছর
বহু জীবন পড়ে ঢলে ।
জীবন সংগ্রামে কিছু
ছুটে আসে শহড়ে ,
বাঁচার আকুতি নিয়ে
ফেরে তারা দ্বারে দ্বারে ।
পাড় ভাঙা জন শ্রোত
ভেসে আসে শহড়েতে ,
ফি বছরই এমনটি হয়
হেরফের নেই তাতে ।
ভাগ্যের দোষ দিয়ে
রইবে কি সবে বসে ?
নাকি কিছু করতে হবে
সকলে মিলে মিশে !