গ্রাম বাংলায় বাজে ঢোল ,
টাক-ডুমা-ডুম , তার বোল ।
বাউল হাঁটে গাঁয়ের পথে ,
একতারাটা রয় যে সাথে ।
মাঠের ধারে গাছের ছায়ায়,
বাঁশির সুর মন ছুয়ে যায় ।
নায়ের মাঝি নৌকা বায় ,
দরাজ গলায় ভাটিয়ালি গায় ।
কলশি কাঁখে বধু হাঁটে ,
যাচ্ছে সে যে নদীর ঘাটে ।
পাক-পাখালির কলতানে ,
উদাস হওয়া মন যে টানে ।
রাতে সেথায় ঝিঁঝির ডাকে,
জোনাকি লুকায় পাতার ফাঁকে ।
নিত্য দিনের এ সব ছবি ,
এখনো গাঁয়ে আছে সব ই ।