বাবা আমার অভিভাবক
বাবাই আমার বন্ধু ,
বাবার তরে রইবে আমার
শেষ রক্ত বিন্দু ।
বাবা আমায় আদর করেন
দেন যে ভালবাসা ,
সর্ব ক্ষেত্রে ভাল করি
এটাই যে তার আশা ।
বাবার মুখে হাসি ফুটাতে
সদাই থাকি সচেষ্ট ,
বাবার মুখ মলিন হ'লেই
পাই যে ভীষণ কষ্ট ।
আমার কাছে আমার বাবা
সবার চেয়ে শ্রেষ্ঠ ,
বুকের মাঝে চিরদিনই
তার ছবি র'বে স্পষ্ট ।
যখন বাবা বৃদ্ধ হয়ে
রইবে পড়ে ঘরের কোনে,
আমার তরে তার অবদান
তখন যেন থাকে মনে ।
সৃষ্টি কর্তার শ্রেষ্ঠ উপহার
সবার কাছে সবার বাবা ,
বাবার স্হান পূর্ণ করতে
এই ভূবনে আছে কে বা !