দুই ঘোড়ায় টেনে চলা
টমটম ঘোড়া গাড়ী ,
রাজকীয় ভাব তার
ছিল বড় উপকারী ।
টগ-বগ তালে তালে
ছুটে চলে গাড়ীটা ,
গাড়ীতে চড়লে পড়ে
উড়ে চলে মনটা ।
বহু আগে এটাই ছিল
যাতায়াতের প্রধান বাহন,
ধীরে ধীরে হারিয়ে গেছে
চোখের আড়ালে,জানিনা কখন!
পুরোনো ঢাকায় কেউ কেউ
এখনো ঐ গাড়ী চড়ে,
আশে পাশেই যাতায়াত
যায় না তা' বহু দূরে ।
হারিয়েছি এখন সেই
ধীর গতির টমটম,
যুগের চাহিদার কাছে
ব্যবহার হয় অতি কম ।
এটা এখন হ'তে পারে
পর্যটনের দারুণ বাহন!
এ ভাবে বিলু্প্তি ঠেকানো গেলেই
হয়তো কদর বারবে তখন ।