কাজ পেতে চায় এ' দেশের
হাজার হাজার যুবক ছেলে,
কাজ না দিয়ে তাদেরই দুষি
'কাজ না পেয়ে, বিপথে গেলে।'
মেধা, শ্রম, সব দিতে চায়
তবুও সঠিক কাজটি না পায়,
কেউবা বেকারত্ব ঘুঁচাতে যেয়ে,
জীবনের ঝুঁকি নেয় নির্দিধায়।
চাঁদাবাজি বল, ঠকবাজি বল
কিংবা রাহাজানি ও ছিনতাই,
কারণ খুঁজলে দেখতে পাবে
সব কিছুর মূল,ঐ একটাই ।
কর্মসংস্হানের হাহাকারে
হাবুডুবু আজি খাচ্ছে এ দেশ,
অচিরেই এর সমাধান না পেলে
যুব সমাজ যে হবে নিঃশেষ ।
যুব শক্তিকে লাগাতে কাজে
এখনি খুঁজ নূতন পথ ,
দেরী করার নেই যে সময়
নিতে হবে তার নূতন শপথ ।
হেলা-ফেলায় কাটিয়ে দিলে
সময় কেউই পাবেনা ফিরে,
অন্যের ঘাড়ে দোষ চাপালেও
দুঃখ সবারেই রাখবে ঘিরে।