ছুটির দিনে বাড়ীর পিছনে
জুটিয়াছে টোকাই এর দল,
পাইয়াছে ভাঙা ক্রিকেট ব্যাট
কিন্তু মেলেনি কোন বল ।
অনেক খুজিল তাহাতে মিলিল
"ছেঁড়া জুতা" এ দুপুর বেলা,
সেটিকে পাইয়া লইল লুফিয়া
শুরু হইল ক্রিকেট খেলা ।
ঠিক হইল যথা ছুড়িল জুতা
পড়িল তা' টিনের চালে,
সেথা হ'তে এক বৃদ্ধ আসিয়া
মারিল চর, তার গালে ।
বলিল তাহরে ঝাঁঝাঁলো সুরে
"হতচ্ছারা বাঁদর কোথাকার!
কোন শাহসে, দুপুরের সুখ নিদ্রা
ভাঙিয়া দিলি আমার!"
কাঁদ কাঁদ সুরে মাথা নিচু করে
কহিল, "ফিরাইয়া দিন ঐ জুতা,
খেলিব এবার অন্য কোথাও
যাহাতে পড়িবেনা তা' হেথা ।"
সকলে তাহারা দু' কান ধরিয়া
উঠ-বস করিল এক সাথে,
জুতাটি এবার পাইল ফিরিয়া।
কথা দিল, খেলিবেনা হেথাতে।
সখের ক্রিকেট খেলা এ ভর দুপুর বেলা
সাঙ্গ হইল তা' এবারে ,
ভাঙা হৃদয় নিয়া চলিল সকলে ফিরিয়া
বস্তির 'আপন ঝুপড়ি ঘরে'।