গ্রীষ্মের মধুমাসে
নানা ফলে ভরে যয়,
সকলে তৃপ্তিতে
প্রাণভরে ফল খায়।
বর্ষায় কাল মেঘে
আকাশটা ছেয়ে যায়,
ঝুপ-ঝাপ বৃষ্টিতে
খালে-বিলে পানি পায়।
শরৎ এলে নদী তীরে
কাশ ফুল দোল খায়,
আকাশেতে সাদা মেঘ
পাল তুলে ভেসে যায়।
হেমন্তে মাঠে মাঠে
শুরু হয় ধান কাটা,
ধান বেচে কৃষকেরা
শুরু করে কেনাকাটা ।
শীতে এ বাংলায়
ঘরে ঘরে হয় পিঠা,
রোদে বসে পিঠা খেতে
এ সময়ে লাগে মিঠা।
বসন্তে ফুলে ফুলে
ছেয়ে যায় সারা দেশ,
কোকিলের কুহু ডাক
প্রকৃতিতে লাগে বশ ।
ষড় ঋতুর বাংলাদেশ
পৃথিবীর সেরা দেশ,
এ গর্বে গর্বিত হয়ে
ঠিক রাখা চাই পরিবেশ।