তোমার দৃষ্টিতে যখন আমি
বিভোর হয়ে তাকাই
গ্রীষ্মের দাবদাহ দুপুরে
বসন্ত খুঁজে পাই।
তোমার কেশের বেখেয়ালি ঝাপটায়
আমি ভুলে যায় অতীত, বর্তমান
আমি বধির হয়ে যায়, ভুলে যায়
লোক লজ্জায় হারাবে মান।
বশীকরণের মত ঘোরের বসে
তোমার কথা শুনি
তোমার সাজানো গোছালো প্রতিটি কথা
লাগে যেন প্রেমের বানী।
ক্ষনে ক্ষনে ঐ দৃষ্টিতে কি আছে
ভাবি
চোখের তারায় আমি খুঁজে পাই
অনন্ত প্রেমের ছবি।
তোমার কপালের ঐ সবুজ টিপ টা
তোমায় বলা হাজারো ছন্দ রোধ করে
ধরনী তার হাজারো সৌন্দর্য
চারপাশে মেলে ধরে।
আর এ-ই আহ্লাদ মাখা তোমার
কোমল সুর
আমায় যেন ভাসিয়ে নিয়ে যায়
অনন্ত সুখের সমুদ্দুর।