থাকিস ভালো থাকিস
অলোক হালদার
থাকিস তুই পূর্ণ জীবন
হাসিতে খুশিতে থাকিস
আর মনে চাইলে তোর বুকের বাম পাশে
আমায় একটু রাখিস।
তবু বলবো না ভুল করে আগের মত
আমায় ভালবাসিস।
যদি কখনও উত্তপ্ত দুপুরে
মন খারাপে কাঁদিস অঝরে
হঠাৎ যদি সবাই তোকে ফেলে
পর করে যায় সবাই চলে।
একটু না হয় ডাকিস।
আমি থাকি না যতই কাজের মাঝে
হোক না সময় রাতে কি সাঝে
পথের সকল বাঁধা টুটে
আসবো তোর কাছে ছুটে
নাইবা ভালোবাসিস
তবুও একটু আমায় ডাকিস।
ইট,পাথরের কঠিন শহরে
দিন যে কাটে তোর কষ্টের প্রহারে
একলা ঘরে সাথী হারা
বুকটা যেন হয়েছে সাহারা
তবু্ও বলবো না তুই ফিরে আসিস
থাকিস ভাল থাকিস।